আপনার জুমু'আ মোবারক হচ্ছে তো!-Najir Muhammad

BDBoiGhor.com
আপনার জুমু'আ মোবারক হচ্ছে তো!-Najir Muhammad
সাপ্তাহিক এই হজ্জ্বের দিনে আপনি আপনার মহান প্রতিপালকের দরবারে শির ঝুকিয়ে সিজদায় লুটিয়ে পড়েছেন তো! হে মুসলমান, সপ্তাহের এই একদিন এক ওয়াক্ত নামাজের সময়টুকু যদি আপনি মসজিদের মেজেতে কাটাতে না পারেন। বুঝে নিন আপনার কপাল পুড়ে গেছে। এখনো আপনি দুনিয়াতে জীবিত আছেন। পুড়া কপালে মলম লাগানোর সুযোগ এখনো রব আপনার হাতেই রেখেছেন। ফিরে আসুন রবের দিকে। ফিরে আসুন নামাজের দিকে। তবেই হবে "জুমু'আ মোবারক" ফেইসবুকের ওয়ালে সাত অক্ষর এর এই স্ট্যাটাস কখনো আপনার এই শুক্রবারকে মোবারক করতে পারেনা যতক্ষন না আপনি শুক্রবার দিনের পারিপার্শ্বিক নফল সুন্নত আমলগুলোর পাশাপাশি জুমু'আর নামাজটা আদায় না করবেন। Najir Muhammad 13:07 pm, Friday 11-02-2022 Engপোস্ট লিংকঃ