কবিতাঃ নিঃসঙ্গ ফুল

BDBoiGhor.com
কবিতাঃ নিঃসঙ্গ ফুল
কবিতাঃ নিঃসঙ্গ ফুল লেখাঃ নোমান আব্দুল্লাহ এবার একটি কাব্য লেখা যাক___পূর্ণ প্রেমের অসংহতি-
যে কাব্যের প্রতিটি অক্ষরে, শব্দে শব্দে।
খসে পড়া শব্দের মেলানকোলিক আলো
জোছনার মতো, লুটিয়ে পড়বে
আমাদের চোখে, মুখে, যুগলবন্দী হাতের বন্ধনে।
আলো-ছায়া, আলো ছায়া খেলে যাবে চাঁদ
বিনা ভাবনায়, খোলা নিঃসঙ্গ মাঠের প্রান্তরে।
আমি শুধু দূর থেকে দেখে যাব-
সূর্যগ্রহণ শেষে চন্দ্র-সূর্যের দূরত্ব কিংবা
নক্ষত্রের করুণ বিচ্যুতি আকাশের বুক থেকে__
তবু তাদের চেনা জানা কেউ নেই
যেন নিঃসঙ্গ একা ফাঁকা প্রান্তরে ফোঁটা ফুল।
তারে সমবেদনা জানাবার কেউ নেই
কেউ নেই সান্তনা দেবার স্বল্প বাক্যে,
কিংবা ভালোবাসবারও কেউ নাই,
কেহ নাই,কেহ-ই নাই গোটা তল্লাটে____
পোস্ট লিংকঃ