বর্তমান সময়ের ঘোর অমানিশায় আচ্ছন্ন এ আধার দুনিয়ার দ্বীন ও ইলমের আলো থেকে বিচ্ছুত বিপথগামী মানুষদের কে আলোর পথে ফিরিয়ে আনতে যথার্থ সহায়ক একটি বই "কেমন ছিলেন রাসূল সাঃ" বইটি। এটিতে লেখক তুলে ধরেছেন, আমরা মুসলমান। কি আমাদের আদর্শ। কে আমাদের মহামানব। কে আমাদের সম্মুখপানে এগিয়ে চলার অগ্রগামি ঝান্ডাবাহী। কার অনুসরণে আমরা এগুবো। এ বইটিতে লেখক তুলে ধরেছেন। কেমন ছিলেন আমাদের রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোনালী জীবন। কত সুন্দর ছিলো তাঁর সুন্নত। কত সুন্দর ছিলো তাঁর আখলাক। এবং আমরা কিভাবে তার অনুসরণ করে জান্নাতের পথে এগিয়ে যাবে। এরকম বিভিন্ন দিকনির্দেশনা নিয়েই লিখিত বইটি। এখনই ডাউনলোড করে ফেলুন। আর নিজের জীবনকে গড়ে তুলুন রাসূলের সোনালী রঙে।...