চট্টগ্রামে একুশে বই মেলায় স্থান পায় নি কোন ইসলামী প্রকাশনি

BDBoiGhor.com
চট্টগ্রামে একুশে বই মেলায় স্থান পায় নি কোন ইসলামী প্রকাশনি
চট্টগ্রাম একুশে বই মেলায় স্থান পায় নি কোন ইসলামি প্রকাশনি! কেনো এমন দুচোখো নীতি?খাইরুল ইসলাম হিমেল
নিজিস্ব প্রতিবেদক
বাংলাদেশে ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম। উপমহাদেশের ইসলামী সংস্কৃতির কেন্দ্রগুলোর একটি এই জেলা। কিন্তু, যদিও সারা দেশেই বিরোধী শক্তির তৎপরতা রয়েছে, তবুও চট্টগ্রাম বইমেলায় ইসলামী প্রকাশনার প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।
জানা যায় চট্টগ্রামে একুশে বই মেলায় স্থান পায় নি কোন ইসলামি প্রকাশনি।বিষয় টা এড়িয়ে গেলে সামনে হয়ত ঢাকাতেও নিষিদ্ধ হতে পারে ইসলামি বই।
এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
১। চট্টগ্রাম বইমেলা বর্জনের পাশাপাশি নিজেরা বইমেলার আয়োজন করা যেতে পারে। ২০২০ সালে লালখান বাজারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে বইমেলা হয়েছিল। সেটি সম্ভবত মিলাদুন্নবী উপলক্ষে। প্রতি বছর এই ধারাবাহিকতা রক্ষা করা যেতে পারে।
২। 'চট্টগ্রাম দিবস' ঘোষণা করে চট্টগ্রামের উন্মুক্ত স্থানে বইমেলার আয়োজন। ১৬৬৬ সালের ২৭ জানুয়ারি বুজুর্গ উমেদ খাঁ মগদের হাত থেকে চট্টগ্রাম পুনরুদ্ধার করেন। যদিও এর আগে দুইবার চট্টগ্রাম মুসলমানদের দখলে আসে। তবে সেবার স্থায়ীভাবে মুসলমানদের অধিকারে এনেছিলেন উমেদ খাঁ। একই সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডে স্থায়ীভাবে যুক্ত হয় চট্টগ্রাম।
কাজেই, প্রতি বছর জানুয়ারি মাসের শেষ দশক 'চট্টগ্রাম দিবস' ঘোষণা দিয়ে বইমেলা করতে পারেন। এতে একইসাথে ইসলামী বই বিক্রি হবে। চট্টগ্রাম ও ইসলামের ইতিহাসও এর সাথে জড়িয়ে পড়বে। তার সাথেই ইসলামপন্থীদের চট্টগ্রামকে 'Own' করার দম্ভটাও প্রকাশ হবে।
এক্ষেত্রে ইসলামী প্রকাশনাগুলোর ঐক্য ও সদিচ্ছা দরকার
পোস্ট লিংকঃ