দিনের শুরুটা হোক কুরআন দিয়ে।

BDBoiGhor.com
দিনের শুরুটা হোক কুরআন দিয়ে।
দিনের শুরুটা হোক কুরআন দিয়ে। আপনার সোনামণির সোনালী মুখে দিন শুরু হোক মহান রবের পবিত্র বানী কুরআন তিলাওয়াত এর মাধ্যমে। সকালের প্রথম সূর্যি কিরণ যেমন ভূবনগতরে বুলিয়ে দেয় এক অনাবিল আলতো রোদের ছোঁয়া। যা পৃথিবী বাসীর জন্য হয় খুবই উপকারী আরামদায়ক। আর একই সাথে আলো ছড়িয়ে দেয় পৃথিবীময়। সকলের মুখ ফুটে বেরিয়ে আসে সেই আলোকিত কোমল রোদের প্রশংসনীয় ছন্দমালা। তেমনিভাবে আপনার কোমলমতি শিশুটির কুরআনময় হৃদয়ের আলোয় আলোকিত হবে ভুবনধার। উপকৃত হবে সমাজ কুল। এবং উপকৃত হবেন সেই শিশুটির বাবা মা দুজনই৷ তবেই হবে সেদিনের "শুভ সকাল" -নাজির মুহাম্মাদ বাদ ফজর, রবিবার। ০৬/০২/২০২২ ইংপোস্ট লিংকঃ