মেসেজ বুক রিভিউ | Messege book review | Mizanur Rahman azhari

BDBoiGhor.com
মেসেজ বুক রিভিউ | Messege book review | Mizanur Rahman azhari
মিজানুর রহমান আজহারীর লেখা প্রথম বই মেসেজ এর রিভিউ। মিজানুর রহমান আজহারী কে চেনেন না এমন কোন ব্যক্তি হয়তোবা এই দেশে খুঁজে পাওয়া যাবে না।তার জনপ্রিয়তার কথা সকলেই জানে, এমনকি নাস্তিকরাও। তিনি তার বিভিন্ন আলোচনায় তরুণদেরকে উদ্দেশ্য করে কথা বলেন।
তিনি এই দেশের তরুণদেরকে অন্ধকার জগত থেকে টেনে এনে আলোর সন্ধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
তিনি তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে সেটা কখনো – বাের্ডেআবার কখনো ক্যামেরার সামনে। তিনি স্বপ্ন দেখেন – ইনসাফ , আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজ কাঠামোর । তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন । বিশ্বাসের ছোঁয়ায়। তাই তিনি তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার চেষ্টা করেন এই বইটিতে। বইটি প্রকাশ করতে পেরে মিজানুর-রহমান-আজহারী খুবই আনন্দিত। 2021 সালের বইমেলায় মেসেজ বইটি দিয়ে নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে তিনি খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তিনি ক্ষুদ্র মানুষ হয়েও প্রতিমুহূর্তে নিত্য নতুন কিছু জানার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি জেনেছি শুনার পাশাপাশি শ্রোতাদের এক বড় অংশ বই পড়তে ভালোবাসে। তিনি আরওবলেন, সারাদেশে বিভিন্ন সময় আলোচনায় আমি সুনির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আর এই বইয়ের প্রতিটি লেখায় সেইসব আলোচনার নোটইপ্রাথমিক সোর্স। লেখক হিসেবে মেসেজ বইটি মিজানুর রহমান আজহারির লেখা প্রথম বই।উনিচেয়েছিলাম প্রচলিত তরুন মুননের মত করেই শব্দ প্রয়ােগ করে বিষয়বস্তু সহজে তুলে ধরার জন্য । তা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে যেসব ইংরেজী শব্দগুলাে মানুষ বেশি ব্যবহার করে তা বইটিতে ব্যবহার করেছেন । আমি নিশ্চিত, বইটি পড়তে যত সময়ই নিক না কেন সেটা কারোরই খারাপ লাগবে না , বরং আপনাকে একেকটি পৃষ্টা বইটি শেষ করতে টেনে ধরবে ।
পোস্ট লিংকঃ