হায়..! আমার নামাজ ছুটে গেলো- Najir Muhammad

BDBoiGhor.com
হায়..! আমার নামাজ ছুটে গেলো- Najir Muhammad
হায়..! আমার নামাজ ছুটে গেলো। বাক্যটি কি আপনার পবিত্র মুখ থেকে বের হয় যখন কোন বিশেষ কারণে মহান রবের ফরজ হুকুম আপনার নামাজ ছুটে যায়? যদিও নামাজের চেয়ে বিশেষ কোন জরুরত একজন মুসলমানের জন্য আর কিছুই হতে পারেনা। নাকি এই আফসোস সূচক বাক্যটিও মুখে আসেনা। দিলে দেমাগে সেই অনুভুতিটাই জেগে উঠেনা যে আমি নামাজটা সময়মতো পড়তে পারলাম না। যদি আসে তবে আপনি ঈমানের তবক্বায় বহাল আছেন। এবং তৎক্ষনাৎ নামাজটা পড়ে নিন। আর যদি আল্লাহ না করুন, এমন হয় যে আমি নামাজ তো পড়িই না। উলটো এটার জন্য আমার হৃদয়ে অনুভুতিই আসেনা। তবে দুঃখজনক হলেও সত্য যে আপনার ঈমানে বড় ধরনের ঘাটতি রয়েছে। (আল্লাহ মাফ করুন) মাটির এই গান্ধা যমীনে রব্বে কারীমের প্রিয় এমনও অনেক নূরানী বান্দা রয়েছেন, যারা তাঁদের পুরো জীবনে কখনো এই আফসোস সূচক বাক্যের আওতাভুক্ত হতে হয়নি। কেন! তাঁরা কি দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত? নাহ... বরং তাঁরা কখনো নামাজ ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস করেনইনি। (আল্লাহ তাদের কবুল করুন। আমীন। হয়তোবা রবের তৈরি এই ঠুনকো যমীনে আমাদের মতো পাপীদেরকে আল্লাহ তাঁদের বরকতেই রিযিক দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের সকলকেই নামাজের প্রতি গুরুত্ব বুঝার তাওফিক দান করুন। আমীন। Najir Muhammad 3:06-pm, Monday 07-02-2022পোস্ট লিংকঃ