হিজাব ছাড়তে বলায় চাকরিই ছেড়ে দিলেন কলেজ শিক্ষিকা।

BDBoiGhor.com
হিজাব ছাড়তে বলায় চাকরিই ছেড়ে দিলেন কলেজ শিক্ষিকা।
হিজাব পড়ে কলেজে ঢুকতেবাধা। ইস্তেফা দিলেন অধ্যাপিকা।
চাকরি থেকে ইস্তেফা দিলেন ভারতের কর্নাটক রাজ্যের টুমাকুরু-র জৈন পিইউ কলেজের অধ্যাপিকা চাঁদনি। তার অভিযোগ, তাকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলেন কর্তৃপক্ষ।
এর পরেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।
ওই অধ্যাপিকার দাবী, গত তিন বছর ধরে চাকরি করছেন।
হিজাব পড়েই শিক্ষার্থীদের পড়িয়েছেন। কখনোও তাঁকে কেউ হিজাব খোলার কথা বলেননি। এই প্রথম তাঁকে এ ভাবে বাধা দেওয়া হলো।
চাঁদনি বলেন; হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোন ধর্মীয় চিহ্ন থাকে, এমন পোশাক পড়ে ক্লাস নেওয়া যাবেনা।
কিন্তু গত তিন বছর ধরে আমি হিজাব পড়েই ক্লাস নিলাম।
অধ্যাপিকা জানান, যে প্রতিষ্ঠান আমাকে আমার হিজাব পড়ার স্বাধীনতা দিবেনা সেখানে আমি চাকরি করতে বাধ্য নই।
এমন চাকরি আমি করতে চাইনা যাতে আমার ধর্মের বিরুদ্ধে চলতে হবে।
প্রিয় বোনকে বিডিবইঘর এর পক্ষ থেকে হাজার সালাম।
নিউজ আপডেট
বিডিবইঘর.কম- সদা সত্যে নির্ভীক
পোস্ট লিংকঃ