হারার আগে হারতে মানা

হারার আগে হারতে মানা এই পৃথিবী তে আমি আপনি আমরা কেউই হারতে আসে নি।চিন্তা করুন যখন আপনি ছিলেন সামন্য এক ফোঁটা নাপাাক জল।তখন কোটি কোটি শুক্রকিটের ভিড়ে এক মাত্র আপনিই জয়ী হয়েছেন। জিতেছন সে অঘোষিত অস্তিত্ব রক্ষার লড়ায়ে।অথচ তখন আপনার হাত ছিলো না, পা ছিলো না,ছিলো না দেখার চোখ।আর চিন্তা করার মস্তিষ্ক। তখনো আপনি জিতেছেন।কোটি কোটি প্রতিযোগী কে হারিয়ে আপনি সফল হয়েছেন।আর আজ আপনার সব আছে, দেখার জন্য চোখ আছে,বলার জন্য মুখ,চলার পা আছে। প্রতিবাদ করার শক্তি আছে, প্রতিরোধ করার সক্ষমতা আছে।পথ দেখানোর মানুষ আছে,উৎসাহ দেওয়ার মত প্রিয়োজন আছে।তাহলে আজ কেনো হারতে বসেছন।কেনো ভাবছেন আমার দ্বারা হবে না।কেনো হতাশ হচ্ছেন।কেউ আবার বেছে নিচ্ছেন আত্নহননের মত ঘৃণ্য পথ। আরে হারার আগে হেরে যায় বোকারাই, যারা ভাবে আমি পারবো না তারা পারেই না। জিততে হবে। জেতার জন্য চাই দৃঢ় সংকল্প,স্বপ্ন বাস্তবায়নের পথে অবিচল অবিচ্ছেদ্য সাধনা। আপনি,আমি, হতাশ কেনো হই? অথচ মহান প্রতিপালক আমাদের অভয় দিচ্ছেন শোনাচ্ছেন আশার বাণী তিনি বলছেন لا تقنتوا من الرحمةالله Do not despair of God's mercy অর্থাৎ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। চেষ্টা চালিয়ে যাও আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের উৎসাহ দিতে গিয়ে বলেছেন إن الله معنا অর্থাৎ আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে ভয় কিসের, ভয় কে জয় করে নতুন করে পথ চলার প্রতিজ্ঞায় পথ চলা শুরু হোক আজ থেকে। আসুন জীবনের অভিধান থেকে মুছে ফেলি হার নামক শব্দ টা। বলুন আমি হারতে আসি নি। হয়ত জিতবো নয়তো শিখবো জেতা আর শেখার মাঝে হার নামক কোন শব্দ নেই। السعي مني و الإتمام الى الله চেষ্টা আমার আর ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহর। #হিমেল